Header Ads Widget

Responsive Advertisement

চেলসির বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা লিভারপুল কোচের

 

আন্তর্জাতিক বিরতি শেষে আবারো শুরু ক্লাব ফুটবলের ব্যস্ততা। হাইভোল্টেজ ম্যাচে ঘরের মাঠে চেলসির বিপক্ষে লড়বে লিভারপুল। শীর্ষস্থান অক্ষুন্ন রাখতে এক চুলও ছাড় দিতে নারাজ সালাহরা। অ্যানফিল্ডে রোববার (২০ অক্টোবর) ম্যাচ শুরু রাত সাড়ে ৯টায়।

এদিকে পয়েন্ট টেবিলের একেবারে তলানির ক্লাব উলভসের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। টেবিলের শীর্ষস্থানের দখলের লক্ষ্য মুখিয়ে সিটিজেনস। মলিনক্স স্টেডিয়ামে দু'দলের ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়।

 
ইপিএলে চলতি মৌসুমে দুর্বার গতিতে ছুটে চলেছে লিভারপুল। দুর্বল ইপসউইচ টাউনের বিপক্ষে জয় দিয়ে যাত্রা শুরু করে মাঝে এক ম্যাচে হোঁচট। নটিংহ্যাম ফরেস্টের কাছে হারলেও ঘুরে দাঁড়াতে সময় নেয়নি স্লট বাহিনী। লিগের পরের ম্যাচেই বোর্নমাউথের বিপক্ষে জিতে আবারো জয়ের ধারায় ফেরে অল রেডস। টানা চার ম্যাচ জয়ে এখন টেবিলের শীর্ষে অবস্থান লিভারপুলের।
 
নিজেদের পরের ম্যাচে লিভারপুলের প্রতিপক্ষ এবারের মৌসুমে ছন্দে থাকা চেলসি। হাইভোল্টেজ সে ম্যাচে মাঠে নামার আগে সাবধানী কোচ আর্না স্লট। চেলসির বিপক্ষে রক্ষণে বাড়তি গুরুত্ব দিয়ে সম্ভাব্য ৪-২-৩-১ ফর্মেশনে স্কোয়াড সাজাচ্ছেন কোচ। দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের এ ম্যাচে পাচ্ছেন স্লট। সালাহ, ভ্যান ডাইক, জটা, আরনল্ডরা ফিট থাকায় স্বস্তিতে অল রেড বাহিনী।
 
গণমাধ্যমকে স্লট বলেন, ‘চেলসি খুব ভালো করছে। আপনি যদি পয়েন্ট টেবিলের দিকে তাকান তাহলে বলতে হবে তারা কঠিন প্রতিপক্ষ। তবে, পয়েন্ট টেবিলই সব সময় মুখ্য নয়। ফুটবলারদের ফর্ম, গেম প্ল্যানও গুরুত্বপূর্ণ। আমার মনে হয় হাড্ডাহাড্ডি লড়াই হবে এই ম্যাচে।’

 
তবে, চলতি মৌসুমে পয়েন্ট টেবিলের চারে অবস্থান চেলসির। সাত ম্যাচে চার জয়, দুই হার আর এক ড্র নিয়ে মোটামুটি স্বস্তিতেই আছে দলটা। দুর্দান্ত ছন্দে আছেন কোল পালমার, স্যাঞ্চোরা। ইনজুরিমুক্ত দল নিয়ে স্বস্তিতে কোচ মারেস্কা। তবে, লিভারপুলের বিপক্ষে অতীত পরিসংখ্যান চিন্তার কারণ কোচের। দু'দলের শেষ নয় দেখায় এক ম্যাচেও জয় পায়নি ব্লুজ। এবার হারের গেরো খুলতে মুখিয়ে চেলসি।
 
দলের কোচ এনজো মারেস্কা বলেন, ‘লিভারপুল দারুণ একটা দল। তাদের ফুটবলার, ম্যানেজার, দলের অবস্থান সবকিছুই দারুণ। আর আমরা পয়েন্ট টেবিলের কোথায় আছি তা না ভেবে, এই ম্যাচটাকে উপভোগ করতে চাই। জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।’

Post a Comment

0 Comments