Header Ads Widget

Responsive Advertisement

সাকিববিরোধী বিক্ষোভে আমার কোনো ইন্ধন নেই: আসিফ মাহমুদ

 

মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব আল হাসান। ১৭ অক্টোবর দেশে ফেরার কথা ছিল তার। বিশ্বসেরা অলরাউন্ডারের দেশে ফেরার খবরে মিরপুরে সাকিববিরোধীরা জড়ো হন। পরে সাকিব দেশে ফেরার সিদ্ধান্ত পরিবর্তন করেন।

সাকিববিরোধীরা মিরপুরে জড়ো হয়ে বিক্ষোভ করেন। কোথাও কোথাও ছড়িয়েছে যে, লোকজন জড়ো করায় আসিফ মাহমুদের ইন্ধন ছিল। ব্যাপারটি উড়িয়ে দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।


শনিবার (১৯ অক্টোবর) সাংবাদিকদের মুখোমুখি তিনি বলেন, ‘আমার ইন্ধনে কোথায় বলেছে সেটা আমি স্পষ্ট না। আমি একটি ভিডিও দেখেছি যেখানে একজন ছাত্র বলছিলেন ক্রীড়া উপদেষ্টা বলে গেছেন। আমি বিসিবিতে যখন প্রেস ব্রিফিং করি আমি বলেছিলাম আন্দোলন করা বা মত প্রকাশ করা সবার সাংবিধানিক অধিকার এবং এটাকে যদি কেউ মিসরিড করে বা মিসলিডিং কোনো বক্তব্য দেয় সেটার দায় কিন্তু আমার না।’
সাকিব দেশে আসলে অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারত বলে মনে করেন আসিফ। সে কারণেই বিসিবিকে তিনি পরামর্শ দিয়েছিলেন যেন, সাকিবকে দেশে ফিরতে মানা করা হয়। বিসিবিও সে অনুযায়ী কাজ করে।

আসিফ বলেন, ‘উদ্ভুত পরিস্থিতিতে ক্রীড়াঙ্গনে যেন কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত পরিবেশ না ঘটে এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই বিসিবিকে এই পরামর্শ দিয়েছি, আপাতত দেশে না আসার পরামর্শ আমি বিসিবিকে দিয়েছি এবং বিসিবি সেই অনুযায়ী কথা বলেছে। নিরাপত্তা কিন্তু এটা না যে নিরাপদে দেশে এনে খেলানো, নিরাপত্তা এটাও যে দেশে আসলে যদি নিরাপত্তা বিঘ্ন ঘটার কোনো সম্ভাবনা থাকে সেটাকেও আগে থেকে অকার্যকর করা। উভয় দিক থেকেই নিরাপত্তার বিষয়টি নিয়ে ভাবতে হবে।’

Post a Comment

0 Comments