Header Ads Widget

Responsive Advertisement

ক্লাব বিশ্বকাপে খেলবে মেসির মায়ামি

 

আভাস আগেই পাওয়া গিয়েছিল, রোববার (২০ অক্টোবর) আনুষ্ঠানিক ঘোষণাও চলে এল। ফিফা ক্লাব বিশ্বকাপের টিকিট পেয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। কনকাকাফ অঞ্চল থেকে পঞ্চম দল হিসেবে এই প্রতিযোগিতায় খেলবে তারা।

রোববার মেজর লিগ সকারে নিউ ইংল্যান্ডকে হারিয়েছে ইন্টার মায়ামি। এর মাধ্যমে রেকর্ড পয়েন্ট অর্জন করে সাপোর্টাস শিল্ড পুরস্কার জিতেছে দলটি। এরপরই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ঘোষণা দিয়েছেন যে, ইন্টার মায়ামি আগামী মৌসুমে ক্লাব বিশ্বকাপে খেলবে।


নিউ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দেখতে চেজ স্টেডিয়ামে ইনফান্তিনো উপস্থিত ছিলেন। ম্যাচ শেষেই ডেভিড বেকহ্যামের দলকে শুভ সংবাদ শোনান তিনি। ইনফান্তিনো বলেন, ‘আমরা সকলেই জানি মায়ামি ফুটবলকে কত ভালোবাসে। ফ্লোরিডা তো বটেই, এর বাইরেও তাদের সমর্থক আছে। অভিনন্দন, সাপোর্টাস শিল্ড জেতার জন্য। আপনারা দেখিয়েছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রে আপনারাই ধারাবাহিকভাবে সেরা ক্লাব।’
ইনফান্তিনো যোগ করেন, ‘আমি ঘোষণা করতে পেরে গর্বিত যে বিশ্বের অন্যতম সেরা ক্লাব হিসেবে আপনারা (ইন্টার মায়ামি) ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্য। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিকারী হিসেবে আগামী আসরে আপনারাই স্বাগতিক।’

সম্পূর্ণ নতুন আঙ্গিকে শুরু হবে ক্লাব বিশ্বকাপের ২০২৫ আসর। ৬টি কনফেডারেশন থেকে তাতে অংশ নেবে ৩৬টি দল। এর মধ্যে এএফসি থেকে ৪, সিএফ থেকে ৪, কনকাকাফ থেকে ৫, কনমেবল থেকে ৬, ওএফসি থেকে ১, উয়েফা থেকে অংশ নেবে ১২টি দল।

Post a Comment

0 Comments