মিরপুরে ক্রিকেটার সাকিব আল হাসানের ভক্তদের সঙ্গে তার বিরোধীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২০ অক্টোবর) বেলা পৌনে ৩টার দিকে সাকিব ভক্তরা তাকে দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে নেয়াসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ করার সময় তাদের ওপর হামলার ঘটনা ঘটে।
দেশের মাটিতে শেষ ম্যাচ খেলে অবসরে যেতে চেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু সেটা আপাতত হচ্ছে না। কারণ, শেষ টেস্ট খেলার জন্য যুক্তরাষ্ট্র থেকে রওয়ানা হয়েও দুবাই থেকে ফিরে যেতে হয়েছে সাকিবকে।
সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তাকে আসতে নিষেধ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সাকিব যাতে দেশে ফিরতে না পারেন এবং মিরপুরে টেস্ট খেলতে না পারেন সেজন্য মিরপুরে বিক্ষোভ হচ্ছিল। বিসিবির কাছে এই দাবি সম্বলিত স্মারকলিপিও দিয়েছেন বিক্ষোভকারীরা।
অন্যদিকে শুক্রবার (১৮ অক্টোবর) মিরপুরে সাকিব ভক্তদের বিক্ষোভ শুরু হয়। তাদের দাবি, সাকিবকে ফিরিয়ে এনে মিরপুরে খেলার সুযোগ দিতে হবে।
আজ রোববার স্টেডিয়ামমুখি লংমার্চেরও ঘোষণা দিয়েছিলেন সাকিব ভক্তরা। তবে দুপুর নাগাদ তাদের সেই লংমার্চে হাতেগোনা কিছু লোক জড়ো হয়েছিলেন।ঘটনাস্থল থেকে সময় সংবাদের প্রতিবেদক তারেক হাসান শিমুল জানিয়েছেন, সাকিব আল হাসানের ভক্তরা মিরপুর ১ নম্বরে শের-ই বাংলা স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করতে চেয়েছিলেন। তবে সেখানে আগে থেকে সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা অবস্থান নেন। ফলে সাকিবভক্তরা মিডিয়া গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন।
সেখানে কিছুক্ষণ স্লোগান দেয়ার পর এক নম্বর গেটের দিকে এগোলে নিরাপত্তাবাহিনীর সদস্যরা তাদের আটকে দেন। এক নম্বর গেট এবং মিডিয়া গেটের মাঝখানের সড়কে অবস্থানে তারা স্লোগান দিতে থাকেন। ভক্তদের কেউ কেউ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন তাদের বক্তব্যে।
সাকিবভক্তরা বলেন, সাকিব আল হাসান ১৭ বছর বাংলাদেশের জার্সি পরে খেলেছেন। বাংলাদেশকে বহু জয় এনে দিয়েছেন। বাংলাদেশকে বিশ্বের দরবারে সম্মানের জায়গায় নিয়ে গেছেন। আর তাই তাকেও সম্মানিত করা উচিৎ।
এক ভক্ত সময় সংবাদকে বলেন, ‘আগামীকাল (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) ম্যাচ। ফলে আজকের মধ্যে সাকিব আল হাসানকে এখানে নিয়ে আসতে হবে। অথবা ম্যাচের সূচি পরিবর্তন করতে হবে। সাকিব ছাড়া এখানে কোনো ম্যাচ আমরা খেলতে দেবো না।’
0 Comments